.

»English || »Bangla ||»Arabic  ||   ||   || 

 

ইসলাম ও বিশ্বনবীকে (সা.) নিয়ে কুৎসার বিরম্নদ্ধে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ মিছিল
অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সিনেমাটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে,
এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ দুঃসাহস দেখাতে না পারে- ছারছীনার পীর ছাহেব মাওলানা শাহ মোহাম্মদ মুহেব্বুল্লাহ

বিশ্বনবী (সা.) কে নিয়ে মার্কিন ইয়াহুদী নাকলা স্যাম বাসিল ও টোরি জোন্স কর্তৃক নির্মিত ছবি নিষিদ্ধ এবং নির্মাতা এবং কটাক্ষকারীদের দৃষ্টান্ত্মমূলক শাস্ত্মির দাবিতে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে ছারছীনার পীর ছাহেব ও আমীরে হিযবুল্লাহ হযরত মাও. শাহ মোহাম্মদ মুহেব্বুল্লাহহর নেতৃত্বে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ মিছিল গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়। মিছিলোত্তর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ছারছীনার পীর ছাহেব বলেন, অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সিনেমাটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ রাসূল (সা.) এবং ধর্মীয় বিষয়ে কটাক্ষ বা অবমাননা করার দুঃসাহস দেখাতে না পারে।
স্মরণকালের বৃহত্তম ও দীর্ঘ মিছিলের অগ্রভাগে পীর ছাহেবের সাথে ছিলেন বড় ছাহেবজাদা ও বাংলাদেশ স্মরণকালের সর্ববৃহৎ এবং শাস্তিপূর্ণ এ মিছিলে আগত নবী (সা.) প্রেমিকদের পদভারে প্রকম্পিত ছিল উত্তরগেট ও আশপাশ এলাকা। জোহর নামাজের পর সমগ্র এলাকা থেকে লোকারণ্য হয়ে পড়ায় মিছিলের অগ্রভাগ ও শেষ মাথার অবস্থান নির্ণয় কঠিন হয়ে পড়ে। মিছিলের অগ্রভাগে ছিলেন পীর ছাহেবের বড় ছাহেবজাদা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুলস্নাহর সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাহ আবু নছর নেছারম্নদ্দীন আহমদ হোসাইন, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন, সিনিয়র সহ সভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, মহা সচিব মাওলানা শাব্বির আহমাদ মোমতাজী, বাংলাদেশ জমইয়াতে হিযবুলস্নাহর ইউনাইটেড ঢাকার সভাপতি ও সাবেক জেলা ও দায়রাজজ আলহাজ মোঃ ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ আবদুল হানড়বান আজাদ, মাওলানা মির্জা নুরম্নর রহমান বেগ, সোনাকান্দার পীর ছাহেব মাওলানা মাহমুদুর রহমান, ঢাবির অধ্যাপক ড. মাওলানা আব্দুর রশীদ ও হাফেজ মাওলানা রম্নহুল আমীন, জমইয়াতে হিযবুলস্নাহর নাযেম আলী, ড. মাওলানা সৈয়দ শরাফত আলী, দারম্ননড়বাজাদ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম আবু বকর সিদ্দীক, আলহাজ আব্দুস সাত্তার ঢালী, আলহাজ জয়নাল আবেদীন, আলহাজ সুলতান আহমদ, চাঁদপুর জেলা সভাপতি আব্দুল আহাদ, ঢাকা পূর্বজোনের সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন, পশ্চিমজোনের সভাপতি আলহাজ মৌ: শাহজাহান হাওলাদার, দক্ষিণের সভাপতি আলহাজ জাকির হোসেন, উত্তরের সভাপতি আলহাজ আলমগীর হোসেন প্রমুখ।

Ask to Mufti

  

Video Gallery